চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে সম্মত জাপান

আপডেট: December 28, 2021 |
print news

চীনের সঙ্গে আগামী বছর সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। মঙ্গলবার জাপান সরকারের মুখপাত্র জানিয়েছেন এ তথ্য।

ওই মুখপাত্র জানান, সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গের টেলিফোন আলাপে এই সম্মতি এসেছে।

সোমবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফেঙ্গের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। ওই আলাপে নোবুও কিশি তাইওয়ান উপত্যকায় স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছেন জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর