শিল্পী সমিতির সভাপতি-সেক্রেটারি প্রার্থী কাঞ্চন ও নিপুণ

আপডেট: January 7, 2022 |
print news

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি পদপ্রার্থী হওয়ার গুঞ্জন ছিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিপুণের। অবশেষে সেই গুঞ্জন সত্যি হচ্ছে। ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চন নিজেই।

কাঞ্চন বলেন, ‘‘২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করবো। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। এছাড়া রিয়াজ, ফেরদৌস, ইমনও থাকবে। তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমার ও নিপুণের প্যানেলে থাকবে।’’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘‘এর বাইরে ফাইট ডিরেক্টর, নৃত্যপরিচালক, চিত্র পরিচালক, প্রযোজক ইন্ডাস্ট্রির প্রকৃত কাজের মানুষরা আমাদের প্যানেলের সমর্থন দিচ্ছেন। তারা মন থেকে চাইছেন আমি নির্বাচন করি।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের শিল্পীরা অনুদান নিতে চায় না। তারা নিয়মিত কাজ করতে চায়। ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করতে চাই।’’

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর