আজ পৌষ সংক্রান্তি

আপডেট: January 14, 2022 |
print news

আজ পৌষসংক্রান্তি। বাংলা বছরের পৌষ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের শেষ দিনটি কোন কোন স্থানে মকর সংক্রান্তি হিসেবেও পালন করা হয়।

কৃষি নির্ভর দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে পালিত হয় এই দিনটি। এদিন থেকেই সূর্যের দক্ষিণায়ন ছেড়ে উত্তরায়ণের পথে যাত্রা শুরু হয়। একই ভাবে এদিন থেকেই দিন বড় ও রাত ছোট হয় এবং ধীরে ধীরে শীত বিদায় নেয়।

পৌষ সংক্রান্তিতে দেশের অনেক জায়গায় ঘুড়ি ওড়াানো হয়। বিশেষ করে রাজধাণীর পুরানো ঢাকার বিভিন্ন স্থানে। এছাড়াও গ্রামবাংলার ঘরে ঘরে এদিন নানা ধরনের পিঠে ও পায়েস করার রীতি প্রচলিত রয়েছে।

নতুন শস্য রোপণ করে এদিন থেকে বসন্তকালের স্বাগত জানানো হয়। এই দিন সুর্য তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর