আফ্রিকায় শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে: ডব্লিউএইচও

আপডেট: January 14, 2022 |
print news

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্যানেলে দেওয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি পরিচালক আবদৌ সালাম গুয়ে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আবদৌ সালাম গুয়ে জানান, আক্রান্তের পাশাপাশি মহাদেশটিতে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আফ্রিকায় এখন পর্যন্ত দুঃখজনকভাবে দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে।

গত সপ্তাহে মৃত্যুর হার ৬৪ শতাংশ বেড়েছে প্রধানত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের কারণে। তবে মহাদেশটিতে কোভিডের আগের ঢেউয়ের চেয়ে বর্তমানে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির হার অপেক্ষাকৃত কম।

আফ্রিকা মহাদেশ এ পর্যন্ত কোভিডের ৬৬০ মিলিয়ন ডোজেরও বেশি ভ্যাকসিন পেয়েছে। এর মধ্যে লোকজনকে এখন পর্যন্ত মাত্র ৩৪০ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর