ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০

আপডেট: January 19, 2022 |
print news

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় এ হামলা চালানো হয় বলে হুতি গণমাধ্যম ও স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের সূত্র ও স্থানীয়রা জানান, হুতিদের সামরিক শাখার নেতা আবদুল্লাহ কাশিম আল-জুনাইদের বাসভবন লক্ষ করে বিমান হামলা চালানো হয়। এতে ওই নেতার স্ত্রী-ছেলেসহ ১৪ জন নিহত হয়েছেন। জুনাইদ হুতির অ্যাভিয়েশন কলেজের প্রধান ছিলেন।

সোমবার (১৭ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিনজন নিহত হন। এ হামলার পর সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী মঙ্গলবার বিমান হামলা চালায়। উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাহিনীও রয়েছে।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানায়, সোমবার সৌদি আরবকে লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় হুতিরা। এমন আটটি ড্রোন ঠেকিয়ে দেওয়া হয়েছে।

সানায় হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর