সালমান এখনো রাতে ফোন করে: লারা

আপডেট: January 19, 2022 |
print news

বহু বছর ধরে অক্ষয় কুমার ও সালমান খানের সঙ্গে বন্ধুত্ব বলিউড অভিনেত্রী লারা দত্তের। দুই তারকার সঙ্গেই সিনেমায় কাজ করেছেন তিনি। তাই দুইজনের স্বভাব ভালোই জানেন লারা। সম্প্রতি নিজের নতুন ওয়েব সিরিজ ‘কৌন বনেগা শিখরবতী’র প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন লারা দত্ত।

লারার ভাষ্যে, সালমানের কাছ থেকে কোনো ফোন এলে এখনো তা গভীর রাতেই আসে। কারণ, ওই সময়েই তার ঘুম ভাঙে। অক্ষয় আজও সবার আগে ভোরে ঘুম থেকে উঠে পড়ে।

সঞ্জয় দত্তের ব্যাপারে লারা বলেন, উনি বেশ লাজুক আর চুপচাপ। আলাদা একটা ব্যক্তিত্ব রয়েছে। এতো বছর পরও যখন দেখা হয়, সামান্য কথাবার্তা সেরে নিজের মতো থাকেন।

সালমান খানের সঙ্গে ‘নো এন্ট্রি’ ও ‘পার্টনার’ সিনেমায় কাজ করেছেন লারা দত্ত। নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আন্দাজ’তে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন লারা। আর ‘জিন্দা’ ও ‘ব্লু’ সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বাঁধেন সাবেক এ ব্রহ্মাণ্ড সুন্দরী।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর