অ্যাশেজে বিপর্যয়ের পর বরখাস্ত ক্রিস সিলভারউড

আপডেট: February 4, 2022 |
print news

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভালো সময় পার করলেও টেস্টে কঠিন পথ অতিক্রম করছে ইংল্যান্ড। তারই জের ধরে বরখাস্ত হলেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমডি অ্যাশলে জাইলসের পদত্যাগের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বরখাস্ত হলেন এই ইংলিশ কোচ।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। অজিদের বিপক্ষে চতুর্থ টেস্টে কোনোরকমে ড্র করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে ইংলিশরা। এর জেরেই একের পর এক পরিবর্তন আসছে ইংলিশ ক্রিকেটে।

সিলভারউডকে বরখাস্তের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে।

২০১৯ সালে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর হেড কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে যান ট্রেভর বেলিস। পরে হেড কোচের দায়িত্বে এসেছিলেন বেলিসের সহকারী সিলভারউড।

বরখাস্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াটা খুবই সম্মানের বিষয় এবং আমাদের খেলোয়াড় ও কর্মীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

আমার দায়িত্ব থাকাকালীন সময়ে তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের সকলকে এগিয়ে যাওয়ার শুভকামনা জানাই।’

‘গত দুই বছর ছিল খুব চাহিদাপূর্ণ। কিন্তু আমি সত্যিই দলের সঙ্গে আমার সময় উপভোগ করেছি। আমি চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে এই দলের জন্য খুব গর্বিত। দারুণ স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। আমি এখন আমার পরিবারের সাথে বাড়িতে কিছু ভালো সময় কাটাতে এবং পরবর্তী অধ্যায়কে আলিঙ্গন করার অপেক্ষায় আছি।’

এক বিবৃতিতে ইসিবির সিইও টম হ্যারিসন বলেন, ‘নিজের দায়িত্বে থাকাকালীন ক্রিস (সিলভারউড) এটিকে সফল করার জন্য একেবারে সবকিছু দিয়েছেন। তিনি একজন মহান সততার মানুষ, যার সঙ্গে খেলোয়াড় এবং কর্মীরা একইভাবে কাজ করে উপভোগ করেছেন।’

‘তিনি ইংলিশ ক্রিকেটের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে অত্যন্ত স্থিতিশীল এবং সহানুভূতির সঙ্গে ইংল্যান্ডের পুরুষ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার দাবিদার।’

সিলভারউডের তত্ত্বাবধানে শেষ ১২ মাস বেশ বাজে ফর্ম কাটিয়েছে ইংল্যান্ড। এ সময়টায় তাদের শেষ ১৪ টেস্টের মধ্যে ১০টিতেই হেরেছে তারা। যার মধ্যে জয় কেবল একটিতে।

তারপরও গত মাসে ক্রিস সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলে তাকে সমর্থন জানিয়েছিলেন ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুট। সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারেও ইতিবাচক ছিলেন ইংলিশ ক্যাপ্টেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর