হিন্দু-মুসলিম একই সুতোয় বাঁধা: এমপি শাহে আলম

আপডেট: February 4, 2022 |
print news

শফিক শাহিন, বানারীপাড়া:হিন্দু-মুসলিম একই সুতোয় বাঁধা উল্লেখ করে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বেড়ে উঠেছি, রাজনীতি করছি এ চেতনায়ই আমৃত্যু করে যাবো।

লোকনাথ ব্রক্ষ্মচারীর মত মহৎপ্রাণদের অনুসরণ ও অনুকরণ করে জীবন পরিচালনা করলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে স্বর্গময় করে গড়ে তোলা যায়। ৪ ফেব্রুয়ারী শুক্রবার বৃষ্টিস্নাত বিকেলে বানারীপাড়ায় নবনির্মিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় সার্বজনিন লোকনাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,যারা হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ও বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিবেকানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু। এছাড়াও বক্তৃতা করেন লোকনাথ মন্দিরের সাবেক সভাপতি তাপস সাহা ও বিশ্বনাথ সাহা।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার,হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার,এমপির এপিএস জসিম উদ্দিন,কবি রুহুল আমিন চৌধুরী, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক বাবুল দাস, কেন্দ্রীয় সার্বজনিন লোকনাথ মন্দিরের সভাপতি আশীষ কুন্ডু ছনু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,সাধারণ সম্পাদক সুলতান সিকদার প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর