ফরিদপুরে ২ মাদক ব্যাবসায়ী আটক

আপডেট: February 6, 2022 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে রবিউলের বাড়ী থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে সদরপুর থানা পুলিশ আটক করেছে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানায় এস আই আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ রবিউল বেপারী(৪৮) ও হাসান মোল্যা(৫০) কে আটক করে।

উক্ত মাদক কারবারিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মৃত শাহবুদ্দিন বেপারীর ছেলে রবিউল বেপারী এবং চর বিষ্ণপুর ইউনিয়নের জামতলা গ্রামের মেঘলা মোল্যার পুত্র হসান মোল্যা। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছেন এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছেন।

সদরপুর থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর