বিপ্লব বার্ষিকী উপলক্ষে বহু বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

আপডেট: February 11, 2022 |
print news

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ৩ হাজার ৩৮৮ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উপলক্ষে তিনি বৃহস্পতিবার এ সম্মতি দিয়েছেন। ইরানজুড়ে ইসলামি বিপ্লবের বিজয় দিবস উদযাপন করা হচ্ছে ১১ ফেব্রুয়ারি।

প্রতি বছরই বিপ্লব বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা কিছু সংখ্যক বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের নির্দেশ দেন। এবারও ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি।

এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলাম হোসেইন মোহসেন এজেয়ি সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। খবর পার্সটুডে

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর