ঋণ শোধ না করায় মা-বোনসহ শিল্পা শেট্টিকে আদালতে তলব

আপডেট: February 13, 2022 |
print news

সময়টা যেনো একদমই ভালো যাচ্ছে না বলিউড তারকা শিল্পা শেট্টির। কিছুদিন আগেই অপকর্মের দায়ে আটক হয়েছিলেন তার স্বামী। যা নিয়ে নেতিবাচক সমলোচনা কম হয়নি। আর তা শেষ হতে না হতেই আবারও শিরোনামে শিল্পা। এবার তার বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ।

ভারতীয় গনমাধ্যমের তথ্যসূত্রে জানা যায় যে, লোন পরিশোধে ‘অস্বীকার’ করার অভিযোগে শিল্পা, তার বোন শমিতা এবং মাকে তলব করছে ভারতের আন্ধেরি আদালত। জানা যায় সময়মতো লোন পরিশোধ করেননি বলেই আগামী ২৮ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতের জুহু থানায় এই অভিযোগ দায়ের করেছেন পারহাদ আমরা নামে এক ব্যবসায়ীর। পারহাদ অভিযোগ করে বলেছেন যে, গত ২০১৫ সালে শিল্পার বাবা তার কাছ ২১ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেবেন তিনি। তবে সে টাকা ওই ব্যবসায়ী এখনও ফেরত পাননি। বর্তমানে শিল্পার বাবা প্রয়াত।

বলিউড অভিনেত্রী, তার বোন শমিতা এবং মা সুনন্দা ওই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন বলেই দাবি ব্যবসায়ীর। সে কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

সেই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বলিউড অভিনেত্রী, তার মা এবং বোনকে তলব করেছে আন্ধেরি আদালত।

তবে তলব প্রসঙ্গে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখন জানা যায়নি।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর