বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: February 16, 2022 |
print news

ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ বিষয়ে জানানো হয়।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাপ্পী লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পী লাহিড়ী ১৯৭০ থেকে ৮০ পর্যন্ত হিন্দি সিনেমার জগতের জনপ্রিয় নাম। হিন্দিতে ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে তিনি সুর দিয়েছেন। শুধু সুরারোপ নয়, একাধিক গান গেয়েছেনও। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ এর জন্য।

উপমহাদেশের অমর শিল্পী কিশোর কুমার ছিলেন বাপ্পির মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দু’জনেই ছিলেন সংগীত জগতের মানুষ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর