ইউক্রেন ইস্যু, রাশিয়ার সঙ্গে জরুরি সংলাপে বসতে চায় জি-৭ জোট

আপডেট: February 18, 2022 |
print news

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া এরই মধ্যে দেড় লাখের বেশি সৈন্য সীমান্তে মোতায়েন করেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, যেকোনও এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

এদিকে, রাশিয়া সম্প্রতি সীমান্ত থেকে সৈন্য প্রত্যহারের ঘোষণা দিলেও এর দৃশ্যমান কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ ইউক্রেন ও ন্যাটোসহ পশ্চিমা দেশগুলোর। সৈন্য প্রত্যাহার না করে রাশিয়া বরং সীমান্তে সেনা বাড়িয়েছে এবং গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা পশ্চিমাদের।

এমন পরিস্থিতিতে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে রাশিয়া।

ইউক্রেনে প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যতই আপত্তি করুক, তার দেশ ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা কখনওই ত্যাগ করবে না। এদিকে, উদ্ভূত পরিস্থিতে রাশিয়ার সঙ্গে জরুরি গুরুতর সংলাপে বসতে চায় জি-৭ ভুক্ত দেশগুলো।

উল্লেখ্য, জি-৭ হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নত সাতটি দেশের জোট। এক নজরে চিনে নিন জি-৭ভুক্ত দেশগুলো: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর