কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট: February 18, 2022 |
print news

কুয়েতের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। সংসদ সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দেশটির আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কুয়েতের আমির তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। তাদের পদে নতুন দুই মন্ত্রীকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে।

পদত্যাগকারী স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলির স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল ফারেস এবং প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আল-মোহাম্মদ আল-মোহাম্মদ আল-সাবাহ। কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মিরজেম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর