সঙ্গীর খোঁজে ৬০০০ কিলোমিটার পাড়ি দেয় তিমি!

প্রজনন মৌসুমে তিমিরা সঙ্গীর খোঁজে যে দূরত্ব অতিক্রম করে বলে ধারণা ছিল তা পাল্টে গেছে। এখন মনে করা হচ্ছে, তারা এরও বেশি দূরত্ব অতিক্রম করে। সঙ্গীর খোঁজে ৬০০০ কিলোমিটার পাড়ি দেয় কিছু তিমি। সম্প্রতি নিউ সায়েন্টিস্ট ও ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
মাওয়ির হোয়াল ট্রাস্টের গবেষকরা প্রমাণ পেয়েছেন, একটি পুরুষ তিমি মেক্সিকো উপকূল থেকে হাওয়াইয়ের মাওয়িতে পাড়ি জমিয়েছে। ৫ হাজার ৯৪৪ কিলোমিটার পাড়ি দিতে তিমিটির লেগেছে মাত্র ৪৯ দিন।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন জেমস ডার্লিং বলেছেন, ‘যখন আমরা এটা জানতে পারলাম, নিজেরাই বিশ্বাস করতে পারিনি। তারা মহাসাগরে এমনভাবে ভ্রমণ করছে যেন এটা তাদের নিজস্ব ঘরবাড়ি। যে নতুন তথ্য পাওয়া গেছে তা তিমিদের সম্পর্কে আমাদের ধারণা বদলে দেবে।’
হাম্পব্যাক তিমিকে প্রায় সব বড় সমুদ্রে পাওয়া যায়। উত্তর প্রশান্ত মহাসাগরের তিমি গ্রীষ্মে থাকে আলাস্কা ও কানাডার দিকে। এরপর শীতে প্রজনন মৌসুম এলে মেক্সিকো ও হাওয়াইয়ে পাড়ি জমায় তারা।
ঐতিহাসিকভাবে, বিজ্ঞানীরা ধারণা করেছিলেন তিমির দল মেক্সিকো বা হাওয়াইয়ে তাদের প্রজনন স্থান হিসেবে বেছে নেয়। তবে কিছু প্রমাণ বলছে, দুই দলের মধ্যে সংমিশ্রণও ঘটতে পারে।