আন্তরিক সংলাপের জন্য আমরা উন্মুক্ত: পুতিন

আপডেট: February 23, 2022 |
print news

ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়া আন্তরিক সংলাপের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পশ্চিমাদের উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তায় এমনটি বলেন।

প্রতিবছরের ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে উদ্‌যাপন করে রাশিয়া। ওই দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় পুতিন এমনটি জানান।

ভিডিওতে রাশিয়ান সেনাদের প্রশংসা করে পুতিন বলেন, নিশ্চিত ছিলাম যে সেনারা দেশের জাতীয় স্বার্থে দাঁড়াবে।

রাশিয়ার সেনারা এখনো ইউক্রেন সীমান্তের কাছেই রয়েছে। বেসরকারি মার্কিন কোম্পানি স্যাটেলাইট ম্যাক্সার টেকনোলজিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় রাশিয়া নতুন করে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর