ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনই নিহত ১৩৭

আপডেট: February 25, 2022 |
print news

স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধের প্রথমদিনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। এসব হামলায় ইউক্রেনের ১৩৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে রুশ হামলার প্রথম দিনে সামরিক-বেসামরিক ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে চলেছে।

প্রথম দিনের রুশ হামলায় ৩১৬ জন ইউক্রেনের নাগরিক আহত হয়েছেন বলেও জানান তিনি।

মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’

এদিকে প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর