সার্বিয়ায় পুতিনের সমর্থনে বিশাল মিছিল

আপডেট: March 5, 2022 |
print news

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শুক্রবার কয়েক হাজার মানুষ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থনে এক বিক্ষোভে অংশ নিয়েছে।

প্রায় চার হাজার লোক বেলগ্রেডে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের স্মৃতিস্তম্ভের সামনে জমায়েত হয়। পরে তারা মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা রাশিয়া ও সার্বিয়ার জাতীয় সঙ্গীত বাজায়।

তারা দুই রাষ্ট্রকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা রাশিয়ার পতাকা এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি বহন করে। তারা শহরের মধ্য দিয়ে মিছিল করে রুশ দূতাবাসের দিকে যায়।

সার্বিয়া ইউরোপীয় নেতাদের বিচ্ছিন্ন বা ইইউতে যোগদানের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত না করে মস্কোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার কঠিন চেষ্টা চালাচ্ছে।

রাশিয়া ঐতিহাসিকভাবে জাতিগত সার্বদের সঙ্গে ঘনিষ্ঠ। সাবেক যুগোশ্লাভিয়া অঞ্চলের যুদ্ধে তারা জোরালোভাবে সার্বদের সমর্থন করেছিল।

সূত্র: বিবিসি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর