রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সম্পূর্ণভাবে জিততে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: March 5, 2022 |
print news

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি নিশ্চিত যে- ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারে। তবে সেই লড়াই কতদিন ধরে চলতে পারে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। কিন্তু জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য ছিল না।

ইউক্রেনের জনগণের ‘অসাধারণ প্রাণোচ্ছলতার’ প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, মস্কোর যদি এটা উদ্দেশ্য হয় যে, ইউক্রেনের সরকারের পতন যেকোনোভাবে ঘটিয়ে নিজেদের হাতের কোনো পুতুলকে ক্ষমতায় বসিয়ে শাসন কায়েম করবে; ৪৫ মিলিয়ন ইউক্রেনীয় এটিকে এক বা অন্যভাবে প্রত্যাখ্যান করতে চলেছে।

তিনি যোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে পরিকল্পনা করেছিলেন, ইতোমধ্যেই লড়াইটি সেভাবে হয়নি। (ইউক্রেনে রুশ) হামলার নবম দিনে ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধ দেশটিতে রুশ সেনাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

ইউক্রেনের দক্ষিণে রুশ বাহিনী কৃষ্ণ সাগরের উপকূল বরাবর এলাকাগুলো দখল করে নিয়েছে এবং বন্দর শহর মারিউপোল ঘিরে রেখেছে। তবে মিকোলাইভের গভর্নর বলেছেন, রুশ সৈন্যদের শহর থেকে বিতাড়িত করা হয়েছে।

ইউক্রেনের খারকিভ শহরও অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। মার্কিন রাষ্ট্রদূত গতকাল শুক্রবার জাতিসংঘে বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছে।

লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, রুশ আক্রমণকারীরা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুক্রবার মাত্র ২০ মাইল দূরে ছিল। তারা সেদিকে এগিয়ে যাচ্ছিল।

রাষ্ট্রদূত কিয়েভ থেকে শ’দুয়েক মাইল দক্ষিণে ইউঝোউক্রেনস্ক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর