আজ থেকে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু

আপডেট: March 8, 2022 |
print news

করোনা ভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় এতদিন বন্ধ ছিল ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। এখন থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।

এ বিষয়ে সোমবার (৭ মার্চ) জারি করা এক অফিস আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। সেইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর