নিষেধাজ্ঞার জবাবে পশ্চিমে রফতানি নিষিদ্ধ করলো রাশিয়া
আপডেট: March 11, 2022
|

২০২২ সাল শেষ হওয়া পর্যন্ত প্রায় ২০০-এর মতো বিভিন্ন ধরনের পণ্য রফতানি নিষিদ্ধ করেছে রাশিয়া।
রফতানি নিষিদ্ধ হওয়া পণ্যের তালিকায় রয়েছে টেলিকম, কৃষি, বৈদ্যুতিক ও প্রযুক্তিগত যন্ত্রপাতি, চিকিৎসাসামগ্রী ইত্যাদি।
এ নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪৮টি দেশ প্রভাবিত হবে।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের সই করা এক আদেশনামায় জানানো হয়েছে, রাশিয়ার বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।
ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা বিশ্বের অনেক দেশ রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে।
দেশটির অনেক অলিগার্কের সম্পদ ও ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র: বিবিসি