দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে

আপডেট: March 12, 2022 |
print news

কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। আগামী দুই দিন এমনই থাকবে। এরপর দিন ও রাতের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। শুক্রবার (১১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য পাওয়া যায়।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। আজ শনিবার (১২ মার্চ) ও আগামীকাল রোববার (১৩ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দুই দিন পর তাপমাত্রার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে কিছু দিন গরমের অনুভূতি বাড়তে পারে।

গতকাল শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী চার-পাঁচ দিনে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে ঢাকায় যে তাপমাত্রা তাকে সহনীয় পর্যায়ের বলা যায়। তবে গত ৪০-৫০ বছরের তুলনায় কিছুটা বেশি। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ১৬ মার্চের পর থেকে আরো বাড়তে পারে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর