রোনালদোর নতুন ইতিহাস, ইউনাইটেডের জয়

আপডেট: March 13, 2022 |
print news

ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ এক হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার প্রিমিয়াম লিগের ম্যাচটিতে টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরল ইউনাইটেড।

প্রথম দুইবার রোনালদো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর প্রতিবারই সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলে টটেনহ্যাম। শেষ দিকে রোনালদোই গড়ে দেন পার্থক্য।

এদিকে, ম্যানচেস্টারের জয়ের দিনে আরও একটা রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকানকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের মালিক এখন এই পর্তুগীজ তারকা।

ফিফার হিসেব মতে, জোসেফ বাইকানের গোল সংখ্যা ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন।

অবশেষে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর