রাজধানীর বাড্ডা থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট: March 14, 2022 |
print news

রাজধানীতে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে উত্তর বাড্ডায় নিজ বাসার বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আফরোজা বেগম। তার বয়স ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আফরোজা নিহতের ঘটনায় তার স্বামী মো. আয়ানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আফরোজা বেগমের মরদেহ গলাকাটা অবস্থায় বাথরুমে পেয়েছি। তার স্বামী বাসায় ফিরে তার গলাকাটা লাশ দেখতে পান। এটা একটা পরিকল্পিত খুন বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, দুই মাস আগে আফরোজা বেগমের বিয়ে হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে তার বাবা-মা কুড়িল বিশ্বরোডে থাকেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর