শুধু উন্নয়নেরই নয়, পদ্মাসেতু মর্যাদারও প্রতীক: শিক্ষামন্ত্রী

আপডেট: March 15, 2022 |
print news

পদ্মাসেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, এটা বাঙালি জাতির মর্যাদারও প্রতীক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘হাসিনোমিক্স; বাংলাদেশ একটি উন্নয়নে বিস্ময়’ সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. দিপু মনি বলেন, গত ১৩ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগিয়েছে তা বলার দরকার হয় না। ঘর থেকে বের হলে প্রতিদিন দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ এগিয়ে গেছে সেটা সর্বজন স্বকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সারাবিশ্বে উন্নয়নের পথ দেখাচ্ছেন তা নয়, শান্তির পথও দেখাচ্ছেন।

তিনি আরো বলেন, গত ১০০ বছরে বিদ্যুৎতের যে উন্নয়ন হয়েছিল, শেখ হাসিনা প্রথমবার ক্ষমতা আসার পরে ৫ বছরে তা ৫ গুণ বাড়িয়ে ছিলেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে বিদ্যুৎে উন্নয়ন আরো বেশি হয়েছে। এখন প্রায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি হয়েছে।

মাহমুদ ইমাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা.সেলিম মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাসিংহ রায়, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু,জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর