বিশ্বে আরও ৮ হাজার মৃত্যু, শনাক্ত ১৭ লাখ

আপডেট: March 17, 2022 |
print news

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ১ হাজার ১৯২ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৭১৫ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৯৪ জন আর মৃত্যু ৯ লাখ ৯৩ হাজার ৭৫৭ জন।

বিশ্বে গত একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬২০ জনের। আর শনাক্ত হয়েছে ১৭ লাখ ৯ হাজার ৫৪২ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬০ লাখ ৭৪ হাজার ৮৯২ এবং ৪৬ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ২০৩ জন।

এই সময়ে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৭৪ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সুস্থতার সংখ্যা ৩৯ কোটি ৪৯ লাখ ৬ হাজার ২৬ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে নতুন করে ৩ লাখ ৬২ হাজার ৩২৮ শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৯৩ জনের। এ নিয়ে দক্ষিণ কোরিয়াতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ১০ হাজার ৮৮৮ এবং ৭২ লাখ ২৮ হাজার ৫৫০ জন।

শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে ২৮৭ জনের। রাশিয়াতে ৫৫৮ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৬৭৮ জন। এ নিয়ে রাশিয়াতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০২ এবং ১ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯১৯ জনে।

প্রসঙ্গত, চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হওয়ার দুই বছর অতিক্রম হলেও বিশ্ব থেকে এখন পর্যন্ত এ মহামারি পুরোপুরি নির্মূল হয়নি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর