রাশিয়ার হুঁশিয়ারি : যুক্তরাষ্ট্রকে সাধারণের স্তরে নামিয়ে দেয়ার ক্ষমতা আছে

আপডেট: March 18, 2022 |
print news

বিশ্বের সেরা পরাশক্তিকেও সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে রাশিয়া। রাশিয়াকে একঘরে করে রাখতে পশ্চিমা দেশগুলো হিংস্র রুশোফোবিক চক্রান্তে ইন্ধন দিচ্ছে বলেও বৃহস্পতিবার তারা অভিযোগ করেছে।

ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার তুমুল কথার লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধীও’ বলেছেন। তার পাল্টায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়াকে হাঁটু গেড়ে বসানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ‘ঘৃণ্য’ রুশোফোবিয়া (রাশিয়াভীতি) উসকে দিচ্ছে।

“এটা কাজ করবে না। আমাদের সব উদ্ধত শত্রুকে সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার রাখার ক্ষমতা রাশিয়ার আছে,” বলেছেন এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি মেদভেদেভ।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এবং এশীয় ও ইউরোপীয় মিত্ররা রাশিয়ার শীর্ষ কর্মকর্তা, কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে মস্কো বিশ্ব অর্থনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকি দিতে ইউক্রেইনকে ব্যবহার করায় এবং দনবাসের রুশভাষীদেরকে ইউক্রেনের ‘গণহত্যার’ হাত থেকে বাঁচাতে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ জরুরি হয়ে পড়ে। অন্যদিকে ইউক্রেন বলছে, তারা তাদের অস্তিত্ব রক্ষায় লড়ছে। পুতিন গণহত্যা সংক্রান্ত যে দাবি করছেন, তা ঠিক নয় বলেও ভাষ্য তাদের।

রাশিয়াকে খণ্ড খণ্ড করার চক্রান্ত পশ্চিমা দেশগুলো করছে বলে মস্কোর যে দাবি, তাকে ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমারাও। মস্কো এখন নিষেধাজ্ঞাকেও পাত্তা দিচ্ছে না। তারা বলছে, ব্যাপক নিষেধাজ্ঞা থাকলেও তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রতারক ও ক্ষয়িষ্ণু পশ্চিমাদের ছাড়া ভালোভাবেই চলতে পারবে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া পশ্চিমের সঙ্গে বন্ধুত্বের যে উদ্যোগ নেয় তার ইতি ঘটেছে; মস্কো এখন চীনের মতো দেশগুলোর সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে, বলছে তারা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর