পারস্য উপসাগরে আমিরাতের জাহাজডুবি; ২৯ নাবিককে উদ্ধার করল ইরান
আপডেট: March 18, 2022
|

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের ডুবে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৯ নাবিককে উদ্ধার করেছে ইরান।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বৈরী আবহাওয়ার কারণে ওই জাহাজটি ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়। এমন খবর জানিয়েছে বিবিসি।
ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরে ডুবে যাওয়া আমিরাতের জাহাজটির এক নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। ইরানের ‘নাজি-১৮’ ও ‘নাজি-২০’ নামের দু’টি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। তবে ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইরানের আবহাওয়া বিভাগ বলছে, দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল।
সূত্র : বিবিসি, পার্সটুডে