আজ থেকে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট: March 20, 2022 |
print news

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এক কোটি পরিবারের মানুষ পাচ্ছে কম দামে টিসিবির পণ্য।

আজ রোববার থেকে দেশজুড়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে পরিবারগুলোর হাতে তুলে দেয়া হয়েছে কার্ড। এতে করে ৫ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আসবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

সরকারের আগের ভাতাভোগীদের সঙ্গে প্রান্তিক পর্যায়ের আরও ৫৭ লাখ নিম্ন আয়ের মানুষ পেয়েছেন ফ্যামিলি কার্ড।

কিছু কিছু এলাকায় এখনো কার্ড প্রস্তুত না হওয়ার অভিযোগও আছে।

ওই কার্ড দেখিয়ে তারা টিসিবির ট্রাক থেকে দুই দফায় নিতে পারবেন সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। কার্যক্রমটি সফল করতে টিসিবির পক্ষ থেকে নেয়া হয়েছে প্রস্তুতি।

তবে ঢাকার দুই সিটি করপোরেশন ও বরিশাল নগরী আপাতত এই সুবিধার বাইরে আছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর