অবশেষে জার্মানিতে করোনার বিধিনিষেধ শিথিল

আপডেট: March 20, 2022 |
print news

ইউরোপের বিভিন্ন দেশের মতো অবশেষে জার্মানিতেও করোনার বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করল ওলাফ শলজ সরকার। এখন থেকে দেশটিতে প্রবেশে আর লাগবে না কোয়ারেন্টাইন।

শিথিলতার অংশ হিসেবে রোববার (২০ মার্চ) থেকে দেশটির সাধারণ জনগণের ওপর থেকে কার্যত উঠেই গেল করোনার সংক্রমণ রোধে প্রশাসনের জারি করা নানা নিয়ম। থাকছে না টিকা নেওয়া কিংবা করোনা নেগেটিভ প্রমাণ দেওয়ার নিয়মও। যে কোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও এক হওয়ার ক্ষেত্রে থাকছে না বাধ্যবাধকতা। এমনকি অন্য দেশ থেকে জার্মানিতে প্রবেশের পর যেতে হবে না কোয়ারেন্টাইনেও। জার্মান সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির স্থানীয়সহ প্রবাসীরা।

জানতে চাইলে এক জার্মান নাগরিক বললেন, দীর্ঘ দুই বছর পর অবশেষে মুক্তি মিলল। এতেই আমরা খুশি। বিশেষ করে হাসপাতালগুলোতে কর্মরত সব ডাক্তার, নার্সরা বেশি খুশি। অনেক কঠিন একটা সময় পার করেছেন তারা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা ভাবুন, কেমন ভয়াবহ দিন গেছে তাদের। অনেকেই পথে নেমেছেন। আশা করছি সবার সুদিন ফিরবে।

তবে বিধিনিষেধে শিথিলতা আনা হলেও বাস, ট্রেন, ট্রামসহ সব ধরনের গণপরিবহন ছাড়াও সকল চিকিৎসা প্রতিষ্ঠানে মাস্ক পরার চলমান নিয়মটি চালু রাখার বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ।

মন্ত্রী আরও জানান, শিথিলতার অংশ হিসেবে বন্ধ সব ক্লাব ও ডিসকো খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে নিয়মিত খেলাধুলার মাঠে ও অনুষ্ঠানে দর্শক থাকবে আগের মতোই। অনলাইনের বদলে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলবে স্বাভাবিক নিয়মে।

জার্মানিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৭ মানুষের মৃত্যু হয়েছে। টিকা নিয়েছেন মোট জনসংখ্যার শতকরা ৭৬ ভাগ।

এদিকে শিথিলতা মানেই করোনা থেকে চিরতরে মুক্তি নয় উল্লেখ করে, করোনার নতুন কোনো ভ্যারিয়েন্ট আসার আগেই এ নিয়ে আরও বেশি গবেষণার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর