শান্তি চুক্তির নামে ধোঁকা দেয়া হয়েছে: হানিফ

আপডেট: March 21, 2022 |
print news

পাহাড়ের যারা বিভিন্ন সংগঠনের নামে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পাহাড়ের শান্তি আনায়নে সরকারের সাথে শান্তি চুক্তি করে অন্য দিকে অস্ত্র রেখে দিয়ে সরকারের সাথে ধোঁকা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (২১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের এ তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান শুরু করে সন্ত্রাসীদের নিশ্চিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সংসদের হুইফ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল মোস্তফা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে রাঙ্গামাটি ১০ উপজলার ৫০ টি ইউনিয়ন তৃণমুল প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তৃণমুল প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর