উখিয়ায় ডাম্পার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট: March 23, 2022 |
print news

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় ডাম্পার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।

তিনি বলেন, ‘বালু ভর্তি টেকনাফমুখী ডাম্পারের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর