আচরণবিধি লঙ্ঘন, ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করলো ইসি
আপডেট: March 24, 2022
|

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন।
জানা গেছে, গত ১৬ মার্চ খাইবার পাখতুনখায়া প্রদেশের নির্বাচনের আগে সোয়াতে এক সমাবেশ করেন ইমরান খান। তবে এর এক দিন আগে ১৫ মার্চ প্রদেশে কেন্দ্রের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। ইমরান খান ওই নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেন।
পরে স্থানীয় সরকারের এক নোটিশে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (টিআইপি) এর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোয়াতে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি নিজ দলের প্রার্থীকে জয়ী করতে সোয়াতের জনগণকে আহ্বানও জানান।