ছাত্রলীগ সভাপতির সহযোগিতায় দুস্থ রোগীর অস্ত্রোপচার

আপডেট: March 25, 2022 |
print news

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সহযোগিতায় অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসওর্ডার রোগে আক্রান্ত এক দুস্থ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জন বিভাগের অধীনে হাসিনা নামে এক দুস্থ রোগীর অস্ত্রোপচার করে ডাক্তাররা।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসওর্ডার রোগে আক্রান্ত একজন মহিলা টাকার অভাবে অস্ত্রপাচার করতে পারছিলেন না।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে বিষটি আমাকে অবগত করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেডিকেল কলেজ ছাত্রলীগকে নির্দেশনা দেই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় মানবিক সকল সহযোগীতা অব্যাহত থাকবে।

এ বাপারে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, ছাত্রলীগের সভাপতি নেতা আল নাহিয়ান খান জয়ের মানবিক অার্থিক সহযোগিতায় হাসিনা নামে এক রোগীর অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। তার পরবর্তি চিকিৎসা ফিজিক্যাল মেডিসিন বিভাগে চলবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর