ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট: April 4, 2022 |
print news

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সূর্য্য বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

রোববার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য্য বেগম ওই এলাকার আব্দুর রউফ মিয়ার স্ত্রী।

জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বৃদ্ধা সূর্য্য বেগমকে তার বাড়ির সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাই‌কেলের চালক ইসমাইল (১৮) মারাত্মক আহত হন। চালক বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকও মারাত্মক আহত হয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর