রওশন এরশাদ-জিএম কাদেরকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

আপডেট: April 6, 2022 |
print news

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ এপ্রিল) শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

Share Now

এই বিভাগের আরও খবর