ফারুক ভালো আছে, গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের

আপডেট: April 10, 2022 |
print news

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন ‘ভালো’ বলে জানিয়েছে তার পরিবার। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার। শনিবার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেইসবুকে।

রোববার সকালে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা ফারুক জানান, ফারুককে এখন হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা ‘ভালো’। ফারুককে নিয়ে কোনো ধরনের ‘গুজব’ না ছড়াতে সবার প্রতি অনুরোধ করেন ফারহানা।

সিঙ্গাপুরে নেওয়ার পর প্রায় চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দিতে হয়েছিল ফারুককে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেওয়া হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এপ্রিলেও একবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়েছিল ফেইসবুকে। নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। তখন রক্তে সংক্রমণ ধরা পড়লে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Share Now

এই বিভাগের আরও খবর