খালেদকে আইসিসির জরিমানা

আপডেট: April 12, 2022 |
print news

বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তির কবলে পড়েছেন টাইগার পেসার।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের দিকে বল ছুড়ে মারেন খালেদ।

আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই পেসারের বিরুদ্ধে। কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে খালেদকে।

ঘটনা সদ্য সমাপ্ত পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ব্যাটসম্যান কাইল ভেরেন। সঙ্গে সঙ্গেই সেই বল ধরে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেনের দিকে ছুঁড়ে মারেন খালেদ, যা ব্যাটারের গ্লাভসে গিয়ে আঘাত করে।

মাঠেই অবশ্য ভেরেনের কাছে ক্ষমা চেয়েছিলেন খালেদ। কিন্তু আইসিসির শাস্তি থেকে রেহাই মেলেনি। তবে ম্যাচ রেফারির কাছে এ ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর