পেঁয়াজের কেজি ১২ টাকা!

আপডেট: April 12, 2022 |

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১২ টাকায়। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

এছাড়া দেশীয় পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে। স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম।

ব্যবসায়ীদের দাবি, ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়াতেই কমেছে পেঁয়াজের দাম।

পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা জানান, রমজান মাসে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি। প্রতিটি রান্না কাজে পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক আছে। তবে সয়াবিন তেল, চিনি, আটা এবং চিনির বাজারে কোনো স্বস্তির খবর নেই। যার জন্য আমরা সাধারণ ভোক্তারা বিপাকে আছি। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই আশা তাদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়েছে। রমজান মাসে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

হিলি কাস্টমসের তথ্য মতে, সোমবার ভারতীয় ৬টি ট্রাকে ১৬৮ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর