আগামীকাল ৮ জেলায় শিল্পকলা একাডেমির ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: April 12, 2022 |
print news

আগামীকাল বুধবার সকাল ১১টায় দেশের আটটি জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । জেলা গুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আট জেলার জেলা প্রশাসকের সভাকক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এবং সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও অনুষ্ঠানের সভাপতি কে এম খালিদ । বক্তব্যের পর নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সবশেষে প্রদান অতিথির ভাষণ এবং নবনির্মিত আটটি শিল্পকলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় উপস্থাপন করা হবে ৩০ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। পর্যায়ক্রমে চলবে একাডেমি শিশুদলের পরিবেশনায় শিশুদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন, ঐতিহ্যবাহী ধামাইল গানের সাথে নৃ্ত্য পরিবেশনা, নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘সোহাগ চাঁদ বদনী…’ শিরোনামে একটি লোকনৃত্য এবং বাউল সঙ্গীত নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘সহজ মানুষ’ পরিবেশিত হবে। পুরো অনুষ্ঠানটিতে সার্বক্ষণিক মাস্ক পরা ও স্বাস্থবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর