রণবীর-আলিয়ার বিয়ে: অতিথি ২৮ জন, নিরাপত্তায় ২০০ জন

আপডেট: April 14, 2022 |
print news

অবশেষে চলে এসেছে কাঙ্খিত সেই ক্ষণ। যেদিকে তাকিয়ে আছে বলিউডের লাখো কোটি ভক্ত অনুরাগী। কারণ আজই সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর-আলিয়া।

রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তে হচ্ছে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। সেখানে পাঞ্জাবি রীতি মেনে আলিয়াকে বিয়ে করতে চলেছেন রণবীর।

পরিবার সূত্রে খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হয়। দুপুর ২টা থেকে ৩টা মধ্যে ‘ফেরে’ (সাত পাক ঘোরা) শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।

বিয়েতে উপস্থিত থাকবেন মাত্র ২৮ জন অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। তবে অতিথি সংখ্যা সীমিত হলেও জাঁকজমকপূর্ণ হচ্ছে অনুষ্ঠান। এছাড়াও বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২০০ জন বাউন্সার।

দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন বলে খবর। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।

এখন শুধু বর-কনের বেশে রণবীর-আলিয়ার প্রথম ঝলক দেখবার অপেক্ষা!

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর