রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন

আপডেট: April 14, 2022 |
print news

সকল জল্পনার অবসান! হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাকে ঘুরলেন।

কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর আলিয়া-রনবীর জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন বলেই খবর।

সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য সকাল থেকেই অপেক্ষা করে আছেন অসংখ্য পাপারাৎজি ও মিডিয়াকর্মী। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন ছিলেন বিয়েতে।

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর