বিটিভির চায়ের আড্ডায় জায়েদ খান ও নিপুণ

আপডেট: April 16, 2022 |
print news

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর আলোচনা-সমালোচনা তুঙ্গে ওঠে। এর মধ্যমণি ছিলেন জায়েদ খান ও নিপুণ। দুজন দুই বিপরীত মেরুতে অবস্থান নেন। নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এবার দুই শিল্পীকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘চায়ের আড্ডা’য়। তবে একসঙ্গে নয়, দুটি পর্বে অংশ নেন এই দুই তারকা।

বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও নুসরাত জান্নাত রুহী উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানে খোলামেলা ও প্রাণবন্ত কথোপকথনে তারা জানান তাদের অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সরদার শিমুল। ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি ৭ মে রাত ১১টায়।

জায়েদ-নিপুণ একসঙ্গে অভিনয় ও নানা সেবামূলক কাজে যুক্ত থাকলেও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় দূরত্ব। তাদের দুজনের সাধারণ সম্পাদকের পদ আদালতে বিচারাধীন রয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর