স্বামীর সেবা করতে পদত্যাগ করলেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী

আপডেট: April 22, 2022 |

স্বামী মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত। তাই তার সেবা করতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী সোফি উইলমস। তিনি একাধারে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও।

বৃহস্পতিবার তিনি জানান, স্বামীর যত্ন করার জন্য তিনি সাময়িকভাবে সরকার থেকে পদত্যাগ করবেন। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

পদত্যাগের ঘোষণা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন সোফি। এতে তিনি বলেন, ‌এই কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারে আমার ভূমিকায় প্রভাব ফেলবে। যে কারণে আমি সরকারি দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত সরকারা থেকে সাময়িক ছুটিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর