ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার নিন্দা জানাল ওআইসি

আপডেট: April 27, 2022 |

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

ইন্দোনেশিয়ার অনুরোধে ওআইসি গত ২৫ এপ্রিল ওই বিশেষ সভার আয়োজন করে। খবর আরব নিউজের।

ওআইসির বিশেষ সভায় সভাপতিত্ব করে সৌদি আরব। সভায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানানো হয়।

ওআইসির মহাসচিব হোসেইন ব্রাহিম তাহা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যতদিন না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, ততদিন ইসরাইল তাদের ওপর অত্যাচার করে যাবে।

তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। মঙ্গলবার তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর