ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট: April 28, 2022 |
print news

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার সুহাতা এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান বলেন, ‘‘সকালে রেল লাইনের পাশে  এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর