আজভস্টালের শেষ ইউনিট ধ্বংসের চেষ্টায় রাশিয়া

আপডেট: May 6, 2022 |

আজভস্টালে আটকে থাকা তাদের সর্বশেষ সেনা ইউনিটকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেন জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানার ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনী এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দখলদাররা আজভস্টাল এলাকায় ইউক্রেনীয় ইউনিটগুলোকে অবরুদ্ধ করা ও ধ্বংস করে দেয়ার দিকে মনোযোগ দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের সহায়তা নিয়ে স্টিল কারখানাটির দখল নেওয়ার জন্য আক্রমণ শুরু করেছে।

এদিকে আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়া এমন ঘোষণা দেয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে, রাশিয়া চাইছে স্টিল কারখানার ভেতর আটকে থাকা সেনাদের ধ্বংস করে দিতে। সূত্র: আল জাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর