রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হবো: জেলেনস্কি

আপডেট: May 9, 2022 |
print news

আবারও যুদ্ধ জয়ের প্রত্যয় ব্যক্ত কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হবো।

সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর রয়টার্সের।

কিয়েভে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে। যদিও জয়ের পথটা পারি দেওয়া বেশ কঠিন। তবে, জয়ী আমরা হবোই।

গত ২৪ ফেব্রূয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানো রাশিয়াও সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিশ্বযুদ্ধ জয়ের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে।

মস্কোতে ওই অনুষ্ঠানে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার ইউক্রেন যুদ্ধ জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর