নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাটলারের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে রাজস্থান

আপডেট: May 28, 2022 |
print news

জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে রাজস্থান রয়্যালস। শুক্রবার (২৭ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাটলারের সেঞ্চুরিতে নিশ্চিত হয় রাজস্থানের ফাইনালের টিকিট। চলতি আসরে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

ফাইনালে উঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে কোহলির বেঙ্গালুরু। পুরো আসরের মতো শেষ দিকে এসেও ব্যর্থতার পরিচয় দেন কোহলি। ৮ বল মোকাবিলায় মাত্র ৭ রান করে ফেরেন সাজঘরে। জবাবে বাটলারের শতকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় রাজস্থান।

আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে এই মেগা আসরের ফাইনাল। যেখানে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর