রংপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট: May 28, 2022 |
print news

রংপুরের পৃথক স্থানে কিশোরী ও গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- হেলাল উদ্দিন ও লুৎফর রহমান।

শুক্রবার ( ২৭ মে) রংপুর নগরীর হারাগাছ থানায় কিশোরী ও গঙ্গাচড়া উপজেলায় গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হারাগাছের ধুমের কুঠি এলাকার ১৪ বছর বয়সী কন্যাকে প্রেমের সম্পর্কের সূত্রে বিভিন্ন এলাকায় নিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত চেংটারী এলাকার হেলাল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।

এদিকে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মিয়া জানান, বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকার গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে একই এলাকার ব্যবসায়ী লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর